আমায় কয়েকটা শব্দ দেবে?
আজ থেকে আমার প্রতিটা গদ্য-গল্পে
ওদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব ৷
যেকটা আনকোরা শব্দ দেবে
তাদের কবিতা করে সাজিয়ে রাখব ৷
নিস্প্রাণ হরফে লাগবে প্রেমের ছোঁয়া ,
পাবে প্রান আর অদূর মরচে পড়ার বার্তা ৷
কয়েকটা চরিত্র দেবে আমায় ?
হোক বা সব চরিত্র কাল্পনিক
কালি শেষ হয়ে আসা কলম দিয়ে
বারংবার বুকে খোঁচা দিতে দিতে হঠাৎ
রক্তবমি করে জীবনের জানান দেবে ওরা৷
লিখতে বসব উপন্যাস —
বাস্তব আর খাঁটির মিশেলে তৈরি হবে
স্ত্রী-বর্জিত সমস্ত আতম্ভর কাহিনী ৷
তোমার সাহায্য আর শুভাকাঙ্খার জেরে
আরও কয়েকটা দিন কলম বাঁচানোর স্বপ্ন দেখি
আর প্রমাদ গুনি ফুরিয়ে যাবার,
কারন ,এখন আমি আর কবি নই !
কেবল কলম হেলিয়ে তেরচা কথা বলি মাত্র ৷