আমি এখন NH-2
সারাদিন আমার বুকের ওপর
ছুটে চলেছে সমূহ ব্যস্ততা ৷
সভ্যতার সময় নাই ৷
তার কেবল চাই , চাই , আরো চাই ৷
তবে আজ চাপা ঠোঁটে
এক জীবনের গল্প শোনাব ৷
আমি সর্বদা সুসজ্জিত
গাছগাছালি , রঙবাহারি আলো
আর হরেকরকমবা দিয়ে ৷
তবে লাল সবুজের ফারাক বোঝে না
রাস্তার পাশে ঝিমোনো কুকুর ৷
তার গলায় নেই কোনো শখের দাসত্বচিহ্ন
দেয়নি কেউ তাকে পোষ্যত্বের ডাকনাম
পায়নি সুনির্দিষ্ট কোনো জীবনের নির্ঘন্ট
শুধু এক ঈশ্বরপ্রদত্ত স্বাধীনতায় বুঁদ সে ৷
"রাস্তা কারো বাপের নয় "
তবুও চেপ্টে , লেপ্টে গেছে চামড়া
আমার সারা শরীর জুড়ে এখন
এক সারমেয়সুলভ তীব্র আঁশটে গন্ধ ৷
আর বিস্তৃত বুকের এক ক্ষুদ্র অংশে
এখন লালচে বানভাসি ৷
দূরের ছায়াটা হাসছে
এতক্ষন গজগজ করছিল ঈর্ষায়
ভর দুপুরে ওর মাথা ধরে আসে
বেহায়াটা দিব্যি উপভোগ করছিল
বেশ হয়েছে সুখভোগ— দিবানিদ্রা
আর জ্বালাতন নেই ৷
আমি এখন সাংবাদিক
তবে কেবল কবিতার
সুদূর ঘটনাস্থল থেকে সরাসরি —
সময় আর কালো টায়ার
ধীরে ধীরে মুছে দিয়ে গেছে
রাস্তার বুকে লেগে থাকা কৃতকর্ম ৷
কে ছিলো? কেন নেই ? কী হলো ?
কেবল অপেক্ষা পরকালের ৷৷