সুখী আমি সুখী তুমি
সুখ দিয়ে কী যায় চেনা?
অনেক আছে অনেক কিছুই
সুখ কী তবে যায় কেনা ?
আদিম কথা আসল কথা
তোমায় ভালো থাকতে হবে ৷
যেখান থেকে যেমন করে
যটুক পাবে কুড়িয়ে নেবে৷
এখন তোমার অল্প বয়স
কথায় কথায় সুখে ভাসো,
জড়িয়ে গিয়ে ভবজালে
তখন আমায় বলতে এসো ৷
যদি তুমি সুখ পেতে চাও
কারোর সুখে ভাগটা বসাও
পৃথিবীর মোট সুখটা ধ্রুবক
সুখ পাবেনা অন্য কোথাও ৷
ভাবছ আমি বকছি ভাটের
বিবেক-বুদ্ধি সব খুইয়ে
বলছি কথা এমনতরো
যেন পুত্র আমি বড়লাটের ৷
হিমুর কথা শোনোনি না !
বলেছে সে- সুখ পেতে চাও?
নাও কেড়ে নাও,অন্যকে দাও
সমানমাপের সে যন্ত্রনা ৷
ছাড় আমায় , বলব না যাও
তোমার ব্যাপার , বোঝগে যাও
সুখটা যখন পেতেই হবে
নিজের জিনিস যাও খুঁজে নাও ৷৷