কবি আর কবিতা —
    ঝগড়া সৃষ্টি হল !
আমজনতা কার পক্ষ নেবে ?

একদলের গল্প শোনায় ,
      কবিপক্ষের লোক তারা ৷
দাবী-কবিতা একপ্রকার ভূত ,
                   অশরীরি শক্তি
তাঁর কলমের পিপাসা - জন্ম নেবে !
মাথার ক্ষুধা - সাজিয়ে দেবে !
সুতরাং ,অপরিহার্যতা, কবি দলের ৷
জাতকের জন্ম সবর্দা পিতার কৃতকর্ম ৷

অল্প কিছু ভক্ত হলেও
     কট্টোরপন্থী কবিতাবাদীরা                                                                      
   তাহারা প্রেমের গল্প শোনায়
    কিন্তু শোনে না
বসন্ত উৎসব করে
        তবে হাসে না , রঙ মাখে না ৷
ওরা জ্ঞানী
             তবে স্পিকটি নট্
এহেন কবিতাবাদীদের দাবী —
অস্তিত্ব কোনো কলমভিত্তিক ,
কল্পনাজড়িত বা মস্তিষ্কপ্রসূত নয় ৷
কোনো হিসাবের তোয়াক্কা না করেই ,
আমি  আমাতে স্বয়ংসম্পূর্ন ৷

দন্দ্ব এখনো শেষ হয়নি
ক্রিজে এখন বুদ্ধিজীবির দল ৷
এবারের সাহিত্যমন্থনে উঠে আসা
   লক্ষী - অমৃত - কালকূট সবের
পাই -টু - পাই হিসাব হবে ৷
সিদ্ধান্ত — লক্ষী কবি-র ৷
             অমৃত কবিতার ৷
আর গরলটুকু ছুঁড়ে ফেলা হোক
সভ্যতা নামক ডাস্টবিনে ৷
এতেই দন্দ্ব বাঁচে !
  এতেই চলে ...