১:
একটা ছোট্ট গিঁট
            যার দুপ্রান্ত অাপনখোলা৷
এককালে ফাঁস হয়ে
                  ঝুলেছিলো দুজনে৷
ফাঁস থেকে ফাঁসি    
                   দমবন্ধ..............
কাশি-কান্না-এলোমেলো—
খুলতে গিয়ে গিঁট হয়ে
               ঝুলে রইলো দড়ি!!
        
২:   তারপর স্মৃতিবিভ্রম..
        এপ্রান্ত-ওপ্রান্ত  তেপান্তর হয়ে গেছে
   ভাঙনের ধুলো উড়েছিলো
  নিজেই অস্তমিত ও হলো ক্ষনিকে!
         কারন—দীর্ঘতা৷৷

৩:    এখন  দৃশ্যান্তর  —

     এ বলে,চলো ছিঁড়ে যাই
      বাধন অামার ধাতে নাই৷
       তুমি-আমি দুই ছন্নছাড়া
     খুঁজে লই আজি প্রাণের সাড়া৷

      ওদিক হতে অাওয়াজ অাসে-
              ভয় পেলে নাকি?
        এ যে সম্পর্ক,অদ্ভুত জটিলতা!!
             এখন ছাড়ার সময় কোথা?
               বুকে ভয় ছিলো ভাই,
                 অাজ তো বাড়ে ব্যাথা৷

৪:      নাছোড়বান্দা এক
                হ্যাঁচকা টানে—
     স্মৃতি-টিতি সব রাস্তা ধরেছে
           সম্পর্ক পকেটে ঢোকাও৷
        দীর্ঘতা-জটিলতা হারানোর
     সবচেয়ে সহজ উপায়—
     বিচ্ছেদ —বন্ধু — বিচ্ছেদ ॥