আকাশ চেয়েছিলে
মুক্তির অপেক্ষার জন্য৷
অল্প অালো চেয়েছিলে
অন্ধকারকে হাতড়ানোর জন্য৷
কিছু খুচরো জীবনও চেয়েছিলে
উপভোগের জন্য৷
শুধু ভালোবাসা চাওনি এককণাও
যা তোমার জন্য অফুরন্ত অপেক্ষায় সঞ্চিত ছিলো৷
জীবনকে ডেকে সেদিন প্রশ্ন করলাম
আচ্ছা তুই এতো প্যাঁচালো কেন?
উত্তর হিসাবে পরিহাস অার দীর্ঘশ্বাস
ছাড়া আর কিছুই মেলেনি৷
গেলাম স্বপ্নের কাছে
বুক ঠুকে নালিশ জানালাম
প্রতিদিন কেন বিরক্ত করো আমায়?
মুচকি হেসে বিদায় জানালো আবারও৷
অসহ্য রাগ আর অভিমানে
গিয়ে দাঁড়ালাম অাশার দুয়ারে........
না ফেরায়নি সে!
শুধু ফিসফিসিয়ে বলল
আমি আছি৷৷