রাত যদি হঠাৎ বেয়াড়া হয়ে বসে?
তোমার কী কিছু বলার থাকে!
বেয়াড়া রাতের অাবছায়াতে তাই অালো জালতে ইচ্ছে করেনা৷
চোখ খোলা রেখে অন্ধকারের নগ্নতা...
ইশ্ শ দারুন লাগে৷
রাতজাগাদের চোখে ঘুম নেই!
অক্লান্ত কলম এর ও বেয়াড়া রাতে
ঘুমবোধ অাসে৷৷
সে বেচারির অার দোষ কী?
হাত কলম ভুলে মনের দোষে অারাম খোঁজে,/soft বা hardcore-র পাল্লায়৷
তুমি-অামিরা অন্ধকার চায়,
বেয়াড়া রাতে দুষ্টু হয়ে জীবন খুঁজি..
কিছু ল্যাদখোরদের ঘুম ভেঙে খিস্তির সকাল অাসে,
আধপোড়া সিগারেটের খিদে পায়
রাত তখনো জানে না কিছু!
তার আনন্দ কেবল পরকিয়াতেই
নতুন কবিরা কবিতা খোঁজে,যারা বর্ণ মেলানোর বিফল চেষ্টা করেছে
রাত তাদের নতুন সুযোগ এনে দেয়
তবু সে বেয়াড়া থেকে যায়........
থাকার অানন্দে৷
আর আমি রা বেঁচে থাকে
নতুন সকালের তাগিদে....