এমন দেশে থাকি এখন আমি
দুপুর রাতেও ভয়ে ঘোরে বোন
পুরুষ দেখলে গা গোলানো বমি
দেশ নাকি এ নরকের এক কোন ?

মনুষত্ব পায়না সকল মানুষ
অনেক পশুও এদের চেয়ে ভালো
যায়নি জানা কিসের নেশায় বেঁহুশ
কোন মেঘ যে করলো মনকে কালো

আঘাত করো পশুত্বটার ঘাড়ে
লুটিয়ে পড়ুক পুরুষত্ব ধুলায়
আমার বোনের মান যাহারা কাড়ে
আমিতো চাই তাদের স্থান ওই চুলায়


আঘাত তোমায় হানতে হবে এমন
নতুনতর ভীত হেলান ভীতি
কাঁপতে থাকুক শিক্ষানবিশ জিয়ন
তবেই এরা পাবে যে উন্নতি

স্বপ্ন আমি এখন দেখি শুধু
রাস্তার মোড়ে ওদের হবে ফাঁসি
আর পাবে না ভয় তো কোনো বধূ
আইন করে কাটা পড়ছে দোষী

একদিন ঝড় থেমে যাবে ....
এতদিন এই কথায় ভাবছিলাম
সেদিন আদেও কি আসিবে ?
পরিবর্তন ভাবনায় করিব , এই পণ করিলাম

তোমায় নারী জাগতে হবে এবার
মার্শাল আর্টস, কুংফু ক্যারাটে তে
দুর্বলতা সরিয়ে দিয়ে আবার
দেখা দিয়ো শক্তিরূপিনিতে  ।।


# গুরগাঁও এর ঘটনা শোনার পর একটাই কথা মাথায় আসছে বারবার , এ কোন দেশে আমরা এখন থাকি ? সকাল থেকেই অত্যন্ত ভারাক্রান্ত এ হৃদয় ।। এ লেখা হয়তো আমার সে বোনের জন্য কিছুই করতে পারবে না , তবু সবার মনে আমি একটাই প্রশ্নের উদ্রেক করতে চায় , এ কোন সময় এর অধিবাসী আমরা ?