তোমার কাছে সমাজ বোধহয় অনেকটা চায়
তুমি নাহয় সাধ্যমতো একটু দিলে
নিজের রেখে অল্প দিলে যায়না কিছুই
বরং তুমি কারোর মায়ের আশীষ পেলে
দুঃখ তুমি পাচ্ছো অনেক সেসব জানি
আকাঙ্খাকে সামলে নিয়ে হাসতে শেখো
সুয্যি ডোবার পরও খানিক আলো থাকেই
দাঁত চেপে তাই খেলার মাঠে আটকে থেকো
জীবন মানে তুমি কেবল স্বপ্ন বোঝো
ভাঙলে হাটু আবার তোমায় লড়তে হবে
বার্থতারাও তোমায় নিপাট সত্যতা দেয়
নিজের সঙ্গে আপোষ টুকু আজকে যুঝো
শোনো তোমায় আজকে কঠিন গল্প শোনায়
আমার গল্পে নেইকো রানী নেইকো রাজা
ছোট্ট ছেলের মাথার খোপে কাহিনীঘর
সেই প্রাণ আজ পাচ্ছে হরেকরকম সাজা
ভুল ছিল না নিজের উপর আস্থাতে তার
ভুল ছিল তার ব্যাতিক্রমী চিন্তাগুলো
আপন মন আর খেয়ালী তার ভুল ধারালো
শাস্তি নাকি কেবল সাজা ? প্রাপ্তি গুলো
তবুও সে নতুন নতুন শব্দ শেখে
আপন খাতায় আপন শখের গল্প লেখে
দুঃখ পেলেও জোর গলা তার বলতে পারে
আমার কাছেও বড় হওয়ার যন্ত্র আছে
সেই ছেলেটার নিখোঁজ হওয়ার পালা যে আজ
হারিয়ে যাক দম ফুরানো শুকনো টুঁটি
সমাজ !তোমায় দেখিয়ে দেবে 'প্রমুখ' হওয়া
আজ শুধু দাও , চাইছে পেতে একটু ছুটি
গলার জোর আর মনের জোরে
সব বাধা সে পেরিয়ে যাবে
নিজের আগুন আগলে নিয়ে
দেশের দশের আগুন হবে ।।