আমি তোমার কাছে খুব বেশি কিছু চাই না
একটা শীতের সকালে ছোট্ট চায়ের কাপ
ঠিক যতটা উষ্ণতা এনে দিতে পারে ততটুকু চাই
আমার ঘুম ভীষণ গাঢ় আর
ফ্যানের হাওয়াতেই
দিব্যি মরার ঘুম দিতে পারি তাই
তোমায় কোনোদিন হাতপাখা ঘোরাতে বলব না ,
শুধু নববিবাহিতা বধূ তার পার্শ্ববর্তী হিসাবে বরকে না পেলে, যতটা ছটফটানি দেখায় সেরকম অস্বস্তি তে পড়ব তোমাকে না পেলে
রান্না করে দিতে হবে না এই ইন্ডাকশন কুকার এর যুগে,
কেবল অফিস বেরোনোর সময় ঘুম চোখে একবার বোলো ,
আমায় পৌঁছে একটা ফোন কোরো অথবা সময়ে খেয়ে নিও
আমার জন্য সেই ঢের
জন্মদিন নিয়ে আদিখ্যেতা দেখাতে পারিনা কোনোদিনই,
কেবল আমাদের প্রথম দেখার দিন ভুলে গেলে একটু বকে দিয়ো কিংবা অভিমান করে খিল তোলো মানভঞ্জনে পার হোক নাহয় একটা ক্লান্ত সন্ধ্যা,
খাবার নিয়ে বসে থাকার দরকার নেই তোমার ।
কেবল শোবার ঘরের আলোটুকু জ্বেলে রেখো
তোমার শ্রান্ত চোখ আর প্রশান্তির প্রশস্ত ললাট বেয়ে বিরাজিত শান্তি দেখেই আসুক ঘুম, আমার আপিসফেরতা চোখে
আমার গল্প নাহয় ফাঁকা বাসেই শেষ করে এলাম
কেবল লেখা না লেখা বাজে কবিতাগুলো শুনে দেখো অবসর যাপনে ,
ভালোবাসা বলতে তোমার কাছে নাহয় নিশ্চয়তা ই হলো
আমার জন্য সে হোক উশৃঙ্খলতার সুমধুর অপারগতা ।।