এমন ও বসন্ত গেছে
যখন আমার হাতে লাগেনি ছিঁটে আবীর
তোর গাল পেয়েছে পলাশ র স্নিগ্ধতা
মরচে পড়ে যাওয়া হৃদয়ে রঙ র প্রয়োজনীয়তা
যদিও ছিলোনা কোনো কালেই
তাই দুঃখ টাও কেবল ই 'পেতে হবে' গোছের ছিল
তবে ইদানিং চাই না আর পাই না র তফাৎ
বুঝতে বুঝতে সময় আর অসময় গুলিয়ে যায়
হঠাৎ হঠাৎ ।।

রং না মাখার অভ্যেস আমার আছে
তোর রং দেখার ও ।
কষ্ট তবে কি হারিয়ে যাওয়া নিয়ে?
নাকি আমি নিছক ই স্বার্থপর
অথবা চরিত্রের দায়ে স্পর্শকাতর
সকালের আলোতে এক ওঁৎ পাতা
মাছরাঙাকে দেখে কেন জানি না মনে হলো
বসন্ত সত্যিই এসে গেছে
সারাদিন ধরে ডেকে যাওয়া অক্লান্ত কোকিল
অথবা লালবনের শিমুল-পলাশ ও যা পারেনি
মনে ধরাতে।




*বি●দ্র● - অত্যন্ত অগোছালো হয়ে পড়েছে লেখাটা।দোষত্রুটি নিজগুনে ক্ষমা করবেন ।