সেই ছোটো স্কুল , কান্নাকাটি তোর যে অসুখ
আজও আছে একই রকম বান্ধবীসুখ
এক সাথে সেই স্কুল যাবোনার মিথ্যে জ্বরে
কতই মজার মার জুটেছে কপাল জেরে
একেক সকাল রবীন্দ্রনাথ , ফুল কুড়ানো
আবৃত্তি হোক কিংবা গানে মনভরানো
স্কুল পেরিয়ে কলেজ হলো , প্রথম শাড়ি
প্রথম চিঠি , থমকে গেলাম হালকা দাঁড়ি
মনের তখন লাগাম কোথা ? তুই তো ছিলি
ভালোবাসার ফন্দি ফিকির সহজ করে বুঝিয়ে দিলি
আজকে যখন তোর সাথে আর হয়না দেখা
সত্যি বললে স্মৃতির থেকেই অনেক শেখা
ঝগড়া গুলো, মান ভাঙ্গানো পড়লে মনে
আজও হঠাৎ জল এসে যায় চোখের কোনে
ভালোবাসায় সুখের দিনে সঙ্গী অনেক
মনখারাপের গল্প শোনায় বলনা কাকে
যার কোলেতে রাখলে মাথা আজও এখন
দুঃখ গুলো শেষ করে দি এক চুমুকে
স্বপ্ন দেখার শুরুর দিনে তুই ই ছিলি
না থেকেও তাই তুইই আছিস সবটা জুড়ে
দুঃখের মাঝেও আজ এখনো বাঁচতে শেখায়
বান্ধবীসুখ ,সেই হাসিমুখ , সেই চেনা এক হাতটি নেড়ে ।।