আজ একশো বছর পড়ে,দাড়ালাম ইছামতির তীরে,
কত স্ম্রিতি রাখা আছে এর দুই তীর ঘিরে।
রাতের আধার যেন তোমার চোখের কাজল,
রুপোলী নদীর জল যেন তোমার শাড়ির আচল।
মনে পড়ে এমনই রাতে তুমি ছিলে আমারই পাশে,
প্রকিতির সুর যেন বাজছিলো বাতাসে।
হটাথই দমকা হাওয়ায়,উড়লো তোমার এলোচুল,
পড়লো ঝড়ে মাথার উপর রং বেরঙ্গের ফুল।
সেই রাতে তোমাকে লাগছিলো মায়াবি,
যেন কোন শীল্পীর পটে আকা ছবি।
আমি সারাখ্যনই চেয়েছিলাম তোমার পানে,
তুমি অল্প হেসে তাকিয়েছিলে জিগ্যাসু নয়নে।
সেই ছিল এক সাথে শেষ রাত দুজনের,
চার ঠোট পেয়েছিল স্বাদখানি মিলনের।
তারপরে দুজনেই চলে গেছি কতদুরে,
আমিতো হারিয়েছি লাশেদের ভিড়ে।
একশো বছর বসে আছি,আরও একশো বছর থাকবো,
তোমায় না পাওয়ার বেদনায় বার বার ফিরে আসবো।