আমি দাড়িয়ে আছি অনন্তকাল ব্যাপি,
আছি কেবল তোমার প্রতিখ্যায়।
তোমায় দেখেছিলাম সু-বিশাল যমুনার বখ্যে,
দেখেছিলাম গোলাপ হাতে সবার অলখ্যে।
তুমি দাড়িয়ে ছিলে আমার হেতু,
পৌছে গেছি এক ছুট্টে পেরিয়ে মনের সেতু।
তুমি ছিলে কালো মেঘে উজ্জ্বল রামধনুর ন্যয়,
পৌছে গেছি তোমার কাছে জয় করে সব ভয়।
মনের রাতে তুমিই আমার ধ্রুবতারা,
তুমিই আমার মনের মাঝে হাজার শ্রাবণ ধারা।
তোমার কথাই শুনতে পাই পাখির কুজনে,
মনে হয় দুর প্রান্তে একাকি দাড়িয়ে আমরা দুজনে।
--------২৮ বৈশাখ ১৪২২।