অন্ধকারের চাদরে আজ
ঢাকা পরে গেছে পথ,
নেইকো আলোর খোজ
কোন খন্দে আটকে ধর্মের রথ।
সুখের খোজে দেয় হাতছানী,
দুঃখের লাগি সব ভয়,
সুখ-দুঃখের শিকলে পড়ে বাধা,
জীবন টাকে করে খয়।
আধারের চাদরে পরে আজ ঢাকা
যাদের জীবনে ফোটেনা হাসনোহানা,
সবই শুধু নুরআলজিয়ার ব্যথা,
কখনও কী দেখবেনাকো আলোর শামিয়ানা।
কাস্তে,কোদাল স্তদ্ধ সবই,
শ্রমিক সবাই রাজনিতির কলকারখানার।
সাদা কালো আজ জীবনের ক্যানভাস,
সময় নেই সত্য টাকে জানার।