ওরা আছে শহরের স্থাপত্যের পাজরে,
নিয়ে শত রোগ,ঐ জীর্ন কলেবরে।
দিলে ছুড়ে দুটি টাকা,দেখা যায় করুন চোখ,
রাতের আধারে বেরোয়,যখন থাকেনা সূরযালোক।
খোজে তারা অলি গলি,কিংবা ডাস্টবিন,
যদি পাওয়া যায়,পড়ে থাকা খাবার সারাদিন।
হতে যদি পারতাম আমি "তিরাবাসি",
চেষ্টা করতাম দিতে তাদের এক টুকরো হাসি।
কিন্তু হায় আমার কল্লোলিনি ,
সব কিছু পেয়েও তুমি যে দুখীনি।
তোমার শরীরে আজও সহস্র খত,
আছে যত খুশী,দুঃখ আছে তত।
আমার শহরে ঘোরে,ছোট্ট শিশু অনাহারে,
নরদমা ঢাকে যেথায় উচ্ছিষ্ট খাবারে।
গরীবের টাকা চুরী করে,হয় সব নেতা,
পুলিশ আদর করে,বানিয়ে জামাতা।
তুমিতো জননী,আমার "তিলোত্তমা",
সন্তানের এতো ভুল কি করে করো খমা।
*********************************