ভাষার যে নেই কনও জাত
নেই কোনও যে ধর্ম,
ভাষার পতি শ্রদ্ধা গ্য়াপন
এটাই প্রধান ধড়ম।
ভাষার জন্য দিয়েছে প্রান
লখ্য বাংলা বাশী
লখ্য প্রান বলীর পরে
ফিরেছে মুখে হাসি
দিয়েছে প্রান তোমার আমার
পীতা এবং ভাই
ভাষার জন্য প্রান দিয়েছে
পেয়েছে স্বড়গে ঠাই
তাদের চড়ণে ণোয়াই শীর
ছীলেন যত মহাণ বীর
দেখীয়ে ছীলেন তারাই মোদের
অনেক খানি আশা
তাদের জন্য অমর হয়ে
আছে বাংলা ভাষা
শয়ে গেছে অসহ্য এক
কঠীন মরন জ্বালা
অমর থাকো সদাই
আমার "ঈশাণ বাংলা"