বন্ধু তোর সাফল্য শুনলে,
আড়ালেই এ বুক শান্তি পায়;
তোর পথচলা দেখলে,
দূরে কোন এক তারার মেলা দেখা যায়।
আমার জীবনে ছিল যখন আকাল,
তুইই তো সে, যে ছিল পাশে সকাল-বিকাল।
যখন আমার পৃথিবী ছিল অন্ধকার,
কতই না তুই বলেছিল এ ক্ষণিককার।
সবুজের কোন মিলনে,
তোক আজও মনে পড়ে।
ক্যাম্পাসের সেই সময়,
আজও হয়ে রয়েছে অক্ষয়।
জানি তুই অনেক ভাল,
তাই তো খুজে পাই পথের আলো।
সত্য যে কথা,
তোকেই যে হয় শুধু বলা।
কোন দূরত্ব নেই তোর সাথে,
চাই পরিবর্তনের আশা তোর কথাতে।