চারপাশের নীরবতা যেন জেঁকে বসেছে
ফ্যানের শো শো শব্দের আড়ালে এক চরম নির্জনতা
বারান্দা দিয়ে স্বপ্ন শব্দে এক আগমনী বার্তা
ধোঁয়াটে ধূসর দৃষ্টি - খেয় হারানো বাতাসের লয়ে

কথাগুলো ধীরে ধীরে তার গতি হারিয়ে
তমসায় খুঁজে ফেরে পথিক নিরালায়
দিক-বিভ্রান্ত পাখির নীড়ে হারাতে দেখে
গুপ্ত অভিলাষে উদ্বেলিত মননে
অন্যের বারান্দা আশ্রিত বেলীর মোহে
কিংবা হারানো সময়ের অভিপ্রায়ে

নতুন করে ভাবতে গিয়ে.
বড্ড শিহরিত পালঙ্কের পলকে
গগন চূর্ণী জল সিঞ্চিত
আভাস নতুন স্বপ্ন সময়ের
অথবা,
যে বিতৃষ্ণা রক্তাক্ত হৃদয় হরণে
বাঁধ ভেঙ্গেছে সোপানে
উঝানমাঝি-আমি রেখেছি বাজি
বিদীর্ণ গর্ভে অগ্ন্যুৎপাত আশঙ্কায়
অতিক্রমে গুমোট সুর
সকালের অপেক্ষায়
সে রাতের শেষ হয়ত অনেক কঠিন
কথার লড়াইয়ে নিজের সাথেই শান্তিচুক্তি
বিভীষণের উত্তরণে উদগ্রীব ধমনি
সব স্বপ্নে বাস্তবতা ভাসে না
সব বাস্তবও স্বপ্নে বাঁধে না
তবু সব এসে জড়ো হয়
শেষ রাতের আঁধারে
একাকীত্বে।