আমি না শঙ্খচিল
না উজ্জীবিত প্রজাপতি
আমি ঝর্ণার বুক বেয়ে বয়ে চলা নদী?
আমি কোথাও হারিয়ে যাওয়া এক টুকরো প্রদীপ
জ্বলছে বেশ - হারাচ্ছে বাতাসে খেই
মেঘ ক্রন্দন সন্ধ্যা আলোয় সেই
হারিয়ে গেলেও প্রেমিক আমি।।
রেখে গেলাম আত্মা এ প্রান্তরে
নির্বাক মন- প্রাণ চঞ্চল
হারিয়ে ফেরা বাতিঘরের গল্পটি
চোখ মুছতেই হাতছানি দেয়া চিত্র
কাব্যে ভাবুক মূর্ছনায় সময়
আমাকে হারায়ে রাখে কতদূর
কোন সে আধার!