আলোর ঝলকানি মেখে দাঁড়িয়ে
রক্তিম আকাশের তীব্র আক্রোশে
তুমি, হঠাৎ দিগন্তরেখায় একটুকরো সোনা রোদে
কাঁচা আলোয় মুগ্ধ প্রকৃতি ঝিলমিলিয়ে
হারায় মুখ লুকিয়ে, নিস্তেজ কোন আলাপে
তোমাকে, দেখার যে সাধনা - নিকষ মেঘগুলো
বড্ড এলোমেলো, তাকিয়ে এলোকেশি তোমার পানে
ঝড় আসন্ন, অনুভূতির চাপা দেয়াল হাত বাড়িয়েছে।
মিষ্টি রোদ আঁকড়ে বিকেলে
হয়তো কোন এক ছাদের চৌকাঠে
হাওয়ায় ধাবমান মেঘপুঞ্জির অগ্রহায়ণে
রক্তিম পালঙ্কে আদুরে স্বভাবি
জাগ্রত স্বত্ত্বায় সত্য সুন্দর সুবাসিত।
এসেছি পথ হারিয়ে -
বাতাসের পাল খেয় হারিয়েছে
কোন নিশ্চুপ সময় যাক বদলে
বসন্তের কোন এক আক্ষেপে
এসে মিলুক স্বপ্নগুলো
কুঞ্জে কুঞ্জে ফুলেল সাধনায়
আমাদের এই ভালোবাসায়।।