প্রচণ্ড বিষন্ন শীতের বিকেল আকাশে
কৃষ্ণচূড়ার ডানায় বসে বিলুপ্ত রোদে
রক্তজবার ফুলেল মাঠ ছাড়িয়ে প্রান্তে
যেখানে শব্দগুলো ভেসে বেড়ায় বিভ্রান্তে

কঙ্কণ-জঙ্কায় ঝিলমিল আদুরে বাঁশী
অপরাজিতায় রূপ-অপরূপ সে হাসি
লজ্জাবতীর রাঙা নোঙরে আলতো চাহনি

গোলাপের কাঁটায় বিঁধে রক্তাক্ত যে হৃদয়
আলাপনে মগ্ন কফি মাখা উষ্ণ ঠোঁট
স্বর্ণ-দর্পনে কাঁচা ধানের মৃদ্যু ছন্দে

অনেকগুলো সময় যে হারায়
হারায় এ আমাদের জগৎ
ধীরলয়ে ব্যাপিত অনুভূতি

অগ্ন্যুৎপাতের আগ্রহে চঞ্চল
হৃদয় নিশ্চুপতায় যেখানে শেষ
প্রাণের সঞ্চার যে কৃষ্ণকলি

হে, তুমি এসে বসো - বিশাল এ প্রান্তরে
শেষ দিগন্তে হারানো বিকেলের আলাপে
জোড়া শালিকের সাথে নৃত্যে মাতাল
উরে যাবো - অজানা কোন ঠিকানায়
সঙ্গপানে নিয়ে তোমায় নীড়ে ।।