ঝর ঝর করে কেঁদে ফেলি কি পাবার আশায়।
তালমাতাল স্বপ্নগুলো ভেঙ্গে ভেঙ্গে যায়।
বার বার ছুটে যায় সঠিক ভাবনাগুলো।
ভুলেরা লুটোপুটি খায় জীবন করে এলোমেলো।
সুখ খুজে ক্লান্ত আমি পড়ে যাই গভির খাঁদে।
কতবার ভেবেছি জড়াবো না আর মিথ্যে কোন ফাঁদে।
আধারকে চিরে,চিরে আলো খুজে মরি।
যে বৃত্তে বন্দি আমি মুক্তির মিছিল নিয়ে ঘুরে ঘুরে সেখানেই ফিরি।

(আংশিক)
-বুনচুন ফুল