অগোছালো জীবনপথ নিমিষে
চুপিচুপি গোছালো হল যে ছোঁয়ায়,
সে যে তোমারই প্রেমের প্রতিদান
আজ শুধুই রাখতে প্রেমের মান
তোমার তরে গান গেয়ে যাই।
আমার অজান্তে তোমার প্রেমের ঋণ
আমাকে দিয়েছে স্বপ্নিল আশাময় দিন,
লাগেনা ভালো আজ কিছু তুমিহীন
পলক যেন বাজাই দুঃখাহত বীণ
সুখেরকাঁটা প্রেম বিরহানল মলিন।
অন্যের ভালোত্ব আমাকে ঘিরে
লাগেনা ভালো কোন সুশ্রী মুখ,
তোমার মায়ায় ডুবে থেকে প্রহর
ফুরিয়ে যায় ক্ষণ,চলে যায় কত বহর
তোমার অপমানবোধ মনে মারে চাবুক।
আকাশীরং নীলাচল সমগ্রতা ঘিরে
খুঁজি পলকে তোমার মনের ঠিকানা,
যেখানেই তাকাই তোমার ছায়া দেখতে পাই
মনের তুলিতে তোমার ছবি এঁকে যায়
শুধুই আমার তুমি তোমার তুলনা।
আমি সাধকের সাধনা শ্রেষ্ঠতর প্রেম
আমি পেতে চাই না অন্য সাধন,
নিতে চাইনা অন্য কোন জীবন
তোমার প্রেমেন্দ্রে হয় যেন মরণ
আজীবন থাকুক অটুট তোমার মন।