চৈত্রের খরা তাপে
মন খারাপের উঠানে,
বিচরণ করতে যদি কষ্ট হয়
তবে চলে এসো।
বৈশাখের কালো মেঘে
হৃদয়ে ঘূর্ণিঝড়ের আবাসে,
ছিন্নভিন্ন প্রতিকূলতা লণ্ডভণ্ড হলে
তবে চলে এসো।
জৈষ্ঠের হঠাৎ চাওয়া
মনের মতো কিছু না পেলে,
স্বপ্নঘোর ভেঙে স্বপ্ন সাজাতে
তবে চলে এসো।
আষাঢ়ের বৃষ্টিস্নানে যদি কখনো
একা মনে হয় আবেগহীন,
আমাকে সঙ্গী করতে চাইলে
তবে চলে এসো।
শ্রাবণ মেঘের দিনে
পড়া উপন্যাসের গল্প বলতে,
কাওকে যদি না পাও
তবে চলে এসো।
ভাদ্রের তালের পিঠা
যদি ঠান্ডা হলে মনখারাপে
কারোর অপেক্ষা বৃথা মনে হয়
তবে চলে এসো।
আশ্বিনের কামনা মনপবন
অনিহার সৃষ্টি হলে,
নিজেকে বিলীন করতে চাইলে
তবে চলে এসো।
কার্তিকের অতি কাজে
যদি ক্লান্তি আসে মনে,
বাহবা দেওয়ার কাউকে না পাও
তবে চলে এসো।
অগ্রহায়ণে ধানের ঘ্রাণে
নিজেকে হৈমন্তি না ভাবতে পার,
হেমন্তকে উপলব্ধি করতে চাইলে
তবে চলে এসো।
পৌষের শীতে কাঁথার নিচে
একাকীত্বে ঊম না হলে,
শীতকে নিজের করে নিতে
তবে চলে এসো।
মাঘের শিশির ভেজা উষ্ণ স্নানে
প্রভাতের প্রকৃতি দেখার
সঙ্গীহীন নিজেকে ভাবো যদি
তবে চলে এসো।
ফাল্গুনের দিন রাতে
তোমার বসন্ত কেউ না বুঝলে
ফুল কে বৃথা যেতে না দিতে
তবে চলে এসো।