আমি আজ আফসোস করবো
নাকি আনন্দ করব বুঝতেছি না,
তুমি আমায় অনেক দিয়েছো
তবু আজ থাকি তুমিহীনা।
তোমার প্রয়োজনে সাজিয়েছো
ক্লিউপেট্রার চেয়ে সুন্দরী,
আহ্লাদে বানিয়েছিলে অশ্বরূপিনী
মিশিয়েছো তোমার মনের মাধুরী।
কখনো আমি রাগি বদমেজাজি
কখনো ছোট্র খোকার আদুরী মা,
সেরা প্রেমিকা মাতৃবাংলার
সব প্রেম নাকি আমার নিকট জমা।
কখনো চন্দ্রবিন্দুহীন চাঁদ
উপমা দিতে দাগহীন চাঁদ,
নিয়ে গেছো অচেনা কোন দ্বীপে
কাটিয়েছ আনন্দঘন স্বর্গের রাত।
কতবার কতভাবে মেরেছো আমায়
নিজেও মরেছিলে বহুবার,
কতবার কাঁদিয়েছ আমায়
নিজেও কেঁদেছ কতবার।
বাহাবা পেতে বানিয়েছো আমায়
বাজারের পতিতা রমণী,
নষ্ট জীবন নিয়েছো বেছে
তুমি নাকি এমনি।
মায়াবী, তন্দ্রা,নিলার নামে
লিখেছো চিঠি কত,
সবি নাকি আমি পেয়েছি
দিয়েছো চিঠি যত।
আক্ষেপ আমার হতে চাইনি
তোমার উপন্যাসের নায়িকা,
বাস্তব তাই মানতে পারিনা বলে
এখনো আমি তোমার উপন্যাসের পাঠিকা।