ঘুমের ঘুরে আজও বাবার
ডাক শুনতে পাই,
আজান পড়েছে পড়তে বসো
উঠো বলছি উঠো সোনা
এখনো যেন বলে আমায়।
খেলার জন্য ছলচাতুরী
বাহানা ধরতাম বেশ,
সব বুঝেও না বুঝার বান
আদুরে গলায় বলতো হেসে
দিতো যে উপদেশ,
একটু খানি মলিন মুখভার
নতুন জামার ধান্ধা,
কষ্ট হলে আনতো বাবা
রাখতো আমার বায়না
হলেও তা সকাল কিবা সন্ধ্যা।
আঙুল খানি ধরে ধরে
চলতাম এপাশ ওপাশ,
বুকখানি তার বিছানা আমার
ঘুম হতো না কিচ্ছার আশায়
না করলে বিছুনের বাতাস।
সেই বাবা আজ দূরদেশে
না ফেরার ঐ দেশে,
মলিনতা কাঁটেনা আমার
তপ্তকণ্ঠ আজও আঁধার
মা যে থাকে সাদা কাপড় বেশে।
না বুঝে সব ঐ লগনে
দিয়েছি বাবা যন্ত্রণা,
আদর কি তা উপলব্ধি করি
কেউ পারবে তোমার মত
আমায় দিতে শান্তনা।
আজও বাবার ছবির পাণে
কত কিছু বলি দিয়ে অন্তর দৃষ্টি,
সব প্রশ্নের উত্তর খুঁজি হইতো পাই
আবার যেন কোথায় হারায়
তাই দেখে মা আঁচলা দিয়ে
ডাকেন চোখের বৃষ্টি।
সবার বাবা সেরা নায়ক
সমাজের সব প্রাণীর,
আমার বাবাও ভিন্নতর নয়
শ্রেষ্ঠ সবার আমার এই
সবটুকু জুড়ে এই হৃদয় জমির।