হরেক মানুষ হরেক চিন্তা
হরেক মানুষের কারবার,
স্বার্থে যখন আঘাত লাগে
মানুষ হয় ভাই যার যার।
যা ছিল সব খুঁয়ে দিয়ে
স্বার্থ ফুরালে কাটার ধান্ধা,
ছিলাম কোথায় আজ বুঝেছি
আগে বুঝিনী আমি ধুন্দা।
মানুষ নামক হায়না যারা
সুযোগ সন্ধানী হয় যে তারা,
দেখলে কেউ যে বিপদে
খারাপ রাস্তায় দেই যে ইশারা।
কেউ যে থাকে দালানকোঠায়
মনটা তাদের ছোট্র রয়,
যারা থাকে আসমানের নিচে
তাদেরি নাকি বড় হৃদয়।
মানুষ আমি সেরা জীব ভাই
কাজ গুলো সব মনুষ্যত্ব বিহীন,
প্রভুভক্ত প্রাণীজগৎ বিভিন্ন ভাবে
আচরণ মনুষ্য কে দিচ্ছে ঋণ।