টিফিন বাটি হাতে নিয়ে
সময়কে সাক্ষী মেনে ,
বিলাসিতা নেই যে মনে
পোশাক শ্রমিক পেটের টানে
শ্রম যে বেঁচি সস্তা জেনে।
ভাবনা আমার মনের কোণে
দুমোঠো ভাত বাঁচতো তাতে,
একটু আয়ের স্বপ্ন রাতে
একি স্বপ্ন ভোরবেলাতে
ফলিত হয় ফেব্রুয়ারিতে।
দুদিন যেন খুব বেশি নয়
তবু বছরভর দুই দিনই রয়,
দুইদিন দিন তো কম খেতে হয়
টিফিন বাটির হয়না যে ক্ষয়
না করে কাজ মাস শেষ হয়।
প্রতিমাস হতো যদি ফেব্রুয়ারি
দুদিন কম শুনতাম বসের ঝাড়ি,
দেখতাম না সন্তানের আহাজারি
খরচের টাকায় কিনতাম শাড়ি
হলেও হইতো হয়তো বাড়ি।