গরিব বলে যুদ্ধক্ষেত্র
কাজের কর্মস্থল,
কপাল আমার খারাপ বলেই
অন্যের ধন বাড়াতে
দু হাত কে করেছি অস্ত্রবল।
সকাল থেকে রাত অব্ধি
কাজের জ্বালায় নাই নিস্তার,
দিনের আলো যায় না দেখা
দিন রাত সবি সমান
ঘামের দাম যে খুবি সস্তার।
আমার ঘামে এসি রুমে
মালিক থাকে আনন্দ আয়েশে,
একটু খানি ভুলের মাশুল
গালিগালাজ ফ্রিতে দিয়ে
হাজিরা টা কাঁটে শেষে।
পেটের দায়ে গালিগালাজ
সবি হজম করি,
স্বপ্ন আমার খুব বড় না
শুধুই মুটা ভাত আর কাপড়
তাইতো কাজের প্রেমেই পরি।
মাস শেষে যা মাইনে পাই
দেখি শেষ হয় না ঋণ,
দোকান বাকি বাসা বাড়া বাকি
নতুন আশায় নতুন ভাবনায়
শুরু করি সূর্য্য বিহীন দিন।
আশা আমার স্বপ্নে যে তাই
প্রতিবার বাগান বিহীন মালী,
গরিব বলেই বিধাতা তাই
আদর করে মুষ্টি বড়ে
দেয় সে গুড়ে বালি।