শুন্য দৃষ্টিপাত বারে বারে
হাল না ছাড়া মনের জোড়,
অচেনা কোন মুখের অভ্যুদয়
ঘুমানো পুরুষত্ব পুলকিত হলো বিভোর।
কত আপন কত কাছের
অচেনা কে চেনার বাসনা,
মনে মনে আলিঙ্গনে সত্য স্বীকার
হাত বাড়িয়ে বললাম যেওনা।
স্বপ্নে তুমি অচেনায় ছিলে
সুশ্রীতে মগ্নচৈতন্য শিহরণ,
সেরা আমার দৃষ্টিসুখ তুমি
মনুষ্যত্বের প্রেমেজর্জর করলে হরণ।
এতদিনের শুন্য দৃষ্টিপথ
এক ঝলকে তীর পেল,
ভালবাসা যেন ধরণী সূত্র
কিনারা দিয়ে গেলো।