তোমার মায়াবী চোখের
হরিণী দৃষ্টিসুখ থেকে,
পালাতে চাই মোহনায়
শুধু একা সবি রেখে।
তোমার কোকিলা সুর
শুনতে পাবনা জানি,
পালাতে চাই তবু নিস্তব্ধ
বোবা কান্না কে করতে রাণী।
তোমার কামনাপরাগ কেশ
আবেগী আহবান দিয়ে বলিদান,
পালাতে চাই আনন্দহীন হতে
আমাকে আমি দিতে মান।
তোমার মনখোলা হাসির খলখলানি
মন খারাপের মহাবল হবেনা আর,
পালাতে চাই তবু নিস্তেজ হতে
খুঁজে নিতে মনের অথৈ পাথার।
তোমার হাসির ঐ গালের টোল
দেখতে পাবোনা নিশ্চিত জেনে,
পালাতে চাই তবু মলিন হতে
সবকিছু কষ্টভোগ নিব মেনে।
তোমার সুখ আমার জেনে
কেন পালাবো জানবে না প্রিয়?
শুধুই বলবো যত মোহ তোমার
আমাকে নয় আমার স্বত্বাকে দিও।