আমি তন্দ্রাকে ভালবাসি
তন্দ্রাকে কাছে চাই,
দেইখো চাকচিক্য মোহে
ভুলে যেন না যাই।
প্রতিকূলতা বিপক্ষদল যখন
সুখ, দুঃখের সাগরের সুই,
সবাই আমায় পর করলেও
ছেড়ে যাসনি তন্দ্রা তুই।
নিদ্রা যখন অধরসুধা
চোখে পানির জ্বালাতন,
তখনো ছিলে পাশেপাশে
একমাত্র তন্দ্রায় আপন।
পথে যখন ঋণের কাঁটা
অভাবের স্বভাব সঙ্গী,
তখনো তুইযে বাঁচাতে আমায়
কতনা ধরেছিলে ভঙ্গি।
তুই যে আমার মায়ারূপধারী
জীবনে বাস্তব মায়াবিনী,
তুই যে তন্দ্রা মস্তিস্কের রূপ
তর কাছে সবচেয়ে বেশি ঋণী।