পিপাসিত জিহ্বায়
জলের আশায় বেঁছে ,
যন্ত্রনা বিষাদে অশ্রুজলে
প্রেম হয়ে গেছে।
মনের বিশালতায়
পৃথিবীতে বাঁচাও মিছে,
শত তিক্ততা মনে
প্রেম হয়ে গেছে।
গাছের লতা পাতা
মনুষ্য উপকারীতায় বেঁছে ,
মনুষ্য আঘাত বিপরীতে
প্রেম হয়ে গেছে।
পাহাড়ের ফুল পাথর
শুধু সবুজের জন্য কেঁদেছে,
কারখানার লুনা জলে
প্রেম হয়ে গেছে।
নিশিবোঁ চিরায়ত রুপ
আধুনিকতা ছেয়েছে,
রুপকে অপরূপ ভেবে
প্রেম হয়ে গেছে।
সতিত্বের মেয়েলি স্বভাবজাত
সুস্থ রূপ সমাজে,
মেয়েলি শাসনে অসতী
প্রেম হয়ে গেছে।