রিস্ট পোস্টো ছেলেটা আজ
তের পেরিয়ে চৌদ্দতে,
দামালের সুরে বলল হেসে
চললাম মা যোদ্ধতে।
মা,
কি বলিস খোকা
মাথায় নিলে কেন পোকা,
তুইতো আজও বোকা,
যাসনে বলছি যাসনে খোকা।
খোকা,
কি বল মা, আমি দামাল
পাশে যাবে বন্ধু কামাল,
মানবো না পাকের গোলমাল
বুঝাবো তাদের বাংলার জ্বাল।
মা,
নারে বাবা তুই যাবিনা,
কেন বাড়া ভাত তুই খাবিনা,
আমি একা কেন ভাব্বিনা
বলছি আবারও তুই যাবিনা।
খোকা,
শেষ না দেখে আমি খাবোনা
তুমি একা কখনো ভেবোনা,
আমি যাচ্ছি আমায় ফিরিয়োনা,
কাপুরুষ জেনো তোমার ছেলেনা।
মা,
সেইযে গেলি ফিরবি কবে
খোকা খোকা ডাকি তবে,
শুন্য তরে সোহাগ অভাবে
আচঁল আমার শূন্য ভবে।
খোকা,
মাগো আমি তারা হয়ে
স্বাধীনতা এনেছি ছিনিয়ে,
সব ছেলে যে তর ছেলে মা
নিশ্চিন্তে তাই তুই যে ঘুমা।