লবলঙ নামক নদী আমি
ছিল অথই ঢেউ,
চিহ্ন ছাড়া দাগহীন
করে গেলো কেউ।
গভীরতা মাপতে আমার
মাঝি ছিলে বাদামের,
গাইতে যে গান কন্ঠ ছেড়ে
প্রেমিক ছিলের সামের।
ভিজাতে শরীর চৈত্রী তাপে
প্রশান্তির শ্বাস নিয়ে,
সেই তুমি আজ এসি চালাও
মানচিত্র থেকে সরিয়ে।
বিচ্ছিন্ন আমি জল থেকে আজ
নাই কোন নাম গন্ধও,
সোনার নাউ পবনের বৈঠা
তবে গল্প কেন কও।
লবলঙ ছিলাম আমি
তোমাদের ইতিহাসে কই,
আমাতে আমি নাই কেন আজ
সেকি প্রাণে সই।
দ্রষ্টব্যঃ গাজীপুরের একসময়ের নদী (লবলঙ সাগর খ্যাতো) বর্তমানে বিলীন নদীটিকেই স্বরণে লেখা।