একলা আমি একলা রাত
আবছা আলোয় দেখছি চাঁদ,
আকাশে লক্ষ তারা অবাধ
দেখে নিচ্ছি অনেক স্বাদ।
সহসা আমি একা বসে
শিশির গুলি যাচ্ছে ছুঁয়ে,
মৃদুতা স্পর্শিনী আধো লগ্ন
নয়ন মোর খুশবু নিয়ে।
গাছের ছায়ায় কে দাঁড়িয়ে
মনকে আমার দিল নাড়িয়ে,
কি যেন দেবার আশায়
হাত গুলি দিল বাড়িয়ে।
শীতল মায়াবল আমার সাহস
আদুল তিথি নিরুপম তাল,
হাতের ইশারা আমায়
করল ছন্দপাত হলাম মাতাল।
চাঁদেরকণা তারার মেলা
বিছানা হল দিগন্তখোলা ,
ফুলের পাপড়ি হল চাদর
বাতাস দিল আমায় দোলা।
স্বর্গ শিখরিণীর শীতল পরশ
মাতাল যেন হল বারস,
গোলাপ পাপড়ি ঠোঁটে ঠোঁটে
মধুবন ছাড়িয়ে যেন রস।
ভুল করেও ভুলবনা এই ক্ষণ
নিয়ম করে হয়না প্রেম,
তন্দ্রায় আনন্দ আছে
পূর্ণিমাতিথি মাতল বুজলেম।