তুমি নেই বলে!
আষাড়ে স্রাবণ একান্ত মেঘের মত জমে
থাকা কষ্টর্জিত প্রেম। নিলর্জ্জ লোলুপ দৃষ্টিতে
ক্লান্ত এই ব্যথাহত জীবনের শেষ উপন্যাস।
তুমি কি আসবে জীবনের গল্প হতে?
রাত্রি রজনী পেরোলেই বেড়ে উঠে বিরহের
দীর্ঘশ্বাস,তীব্র হিরন্মতায় আসে নিস্তব্ধ গভীর
অন্ধকার।জেগে উঠে বিষন্নতার প্রকৃত ইচ্ছা স্বাদ।
তুমি নাই তবুও তোমার প্রহরে একান্ত রঙিন
স্বপ্ন সুরে ভেসে আসে সন্ধার দিগন্ত মোহ!
শ্বাসরুদ্ধকর আমার এই ক্লান্ত দেহ,
তোমার প্রেম বাগিচায় সামান্য আশ্রয় চায়।
দেবে কি অল্প খানি মৌনতা ভেজা বৃষ্টি?
রক্তরন্ধ্রের ভেতরটা যদি শীতল হয়
পূর্নতা আসবে বিরহের দীর্ঘ ছাড়ি!