যদি কেউ এসে বলতো ভালোবাসি!
তবে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার
মত কবির পথে হেটে যেতাম হাজার বছর ধরে
পৃথিবীর পথে,সিংহল সমুদ্র থেকে নিশীথের
অন্ধকার মালয় সাগরে।
না এ চাওয়া শুধু কল্পনা বিমূর্ত,সকলেই যা চায়
আমি তা চাইনা।নিজেকে মনে মনে প্রেমিক পুরুষ
ভাবাটাই বৃথা। যদিও প্রেমহীন রাজ্যে রাণীর প্রেমে
নিজেকে শাহজাহান মনে করি না!
এই প্রেম অনন্ত থেকে অন্তকাল অসহমান
স্মৃতির নিসর্গ হয়ে থাক।পৃথিবীর প্রেম চিরন্তন সত্য
এই যে,প্রেম নামের ছোট মায়ার বাধনে যতই
আটকে থাকতে চাই কিন্তু তার আশায় অধির
আগ্রহে নিজেকে ক্লান্ত মনে হয়।
কবে আসিবে সে একবার বলবে ভালোবাসি!
আমি হাজার বছর হাটবো তার পিছে মরুর
প্রান্তর নিশীথের ঐ অন্ধকারেও!