হারানো সব স্মৃতি গুলো আসবে না আজ ফিরে,
তোমাই নিয়ে কত স্বপ্ন ছিল হৃদয় জুড়ে।
রাত্রি গুলো সব শেষ পহালো হল না আর দেখা,
তোমার মাঝে হারাই আমি
দিন রজনী একা!
কথা ছিল থাকবে তুমি আসুক যত ঝড়,
স্বপ্ন দেখে বেধেছিলাম ছোট্র একটি ঘর!
ঘরখানা আজও যায়নি ভেঙ্গে
কাল বৈশাখীর ঝড়ে,
স্মৃতির দেওয়াল ধূলো জমে আছে শুধু পড়ে!
আকাশ ভেঙ্গে ধেয়ে আসে চোখের নোনাজল,
তোমার কথা পরলে মনে
কাদি টলমল।
অভিমানে মুখ ফিরিয়ে আছো বহু দূরে,
কি দোষ ছিল আমার বলে
দিও মোরে?