ক্ষমতা আজ লুট হয়েছে বিচার করবে কে?
পৃথিবী যে ঘুমখানায় বন্ধি করেছে যে।
বিশ্ব আজ বিস্তার করেছে ক্ষমতার অস্র লুট,
মূর্খতায় আজ দল বেধেছে
মহান নেতার জুট।
মানুষ আমরা নহে সবে অমানুষের দল,
ক্ষমতা আজ লুট হয়েছে প্রতিবাদ নাহি বল।
চোখের সামনে পুড়ছে যত,কত স্বজন লাশ
দেখেও বিশ্ব না দেখার বান
বিলাসিতায় গ্রাস।
পৃথিবী আজ ধ্বংস খেলায় করছে কত মজা,
মনবতা বিক্রি করে আমরা করছি পূজা।
ধর্ম কেন কাল হয়েছে? ভাষা হয়নি শেষ
যে ধর্মে লেখা ছিল মানুষ
হত্যা নিষেধ ।
কত শত ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের প্রান
সেই প্রান নিধন করেছে নরপশুদের গান।
প্রতিঘাত আজ বোবাকান্না বলার কিছু নাই
নিজের কথা নিজেই ভেবে
চেতনার ভরাই।