একলা প্রানের মিলন ডাঙায়
কে বা যায়,
সুখের আশায় দুঃখ পুষি
তাহারে চাই।

পথের কোনে ফুলের গন্ধে
একলা জেগে রই!
নিশীথের ঐ বনের পরী
শুধালো আমারে সই।

ইচ্ছে আমার ভ্রমর কুঞ্জে  
কথার বাজনা বাজে,
জীবন রাঙার পুষ্পকুঞ্জ
রক্ত আলতা সাজে।

মনের আসন শূন্য আছে
পদ্ধপাতার জলে,
নবীন প্রেমের পুরানো চিঠি
সাজিয়েছি ফুলে!

স্বপ্ন কথার প্রেমিক সে যে
গোপনে মিলন হয়,
শূন্যতায় যে ভেসে গেলো
অচেনায় সে রয়।

দেওয়ার মত হয়নি সাহস
উপহার টুকু জমা,
প্রনয়ণ ভাবনা সত্যি হলে
নিও প্রিয়তমা।