কতদিন ধরে তোমাকে চাই,নবপথ ধারা শৃঙ্খল আলোয়
অন্ধকার গৃহে।
তৃষ্ণার জলে হৃদয় মিটানো তোমার উষ্ণতা
স্পর্শ আমাকে দাও?
আমি দেখেছি শতবার,শতরুপে শতাব্দী সহিত
তোমার রুপের অহংকার!
কত খোঁজেছি আমি,যেখানে ছিলে তুমি।
নবীন কিশোরের আড়ালে নতুন আলোয় উল্লাসীত তোমার প্রান্তর ছায়ানটে।
দেখেছি আমি আরো কতদূর থাকো তুমি, অপরুপ শ্রেয়
মৌনতা অভিপ্রায় নীলাদ্রি মৃত্তিকার পরে।
সেখানেও পাইনি তোমায়!
সবকিছুর সময় পেরিয়ে যায়,আলো থেমে আসে অন্ধকার
সবুজের পাতা ঝড়ে যায়।
তোমাকে দেখার ইচ্ছা অপূর্নতাই রয়ে যায়!
তবুও তোমাকেই চাই।
তোমার চুলের গন্ধ মুগ্ধতা দিয়েছো যতবার
অচেনা সে নাবিকের মত পথ ভুল করে হেটেছি
শতবার।
তবুও এ'দেহ তোমার জন্যই এনেছে বিধাতা শতরুপে, শতজনমের পরেও যেন হয় সন্ধি এ জীবনে।