মনের কষ্ট মনেই রয়
কেউ তো তা দেখবার নয়,
যখন পরো কষ্টের ফাঁদে
তখন মন ডুকরে ডুকরে কাঁদে ।
কষ্টের নেই যে কোন মাত্রা
দিনে দিনে হয় নতুন কষ্টের যাত্রা,
লাল কষ্ট, নীল কষ্ট, আছে যে আরও
কত
কষ্টের জ্বালাতনে মনেতে হয় যে বড়
ক্ষত ।
কষ্টের সাগরে ডুবে অনেকের হয়
জীবন নষ্ট
সমাজজীবনে কষ্টের পরিণাম তা বড়
স্পষ্ট ।।
অতঃপর...
কষ্ট ছাড়া যায় না সুখ বুঝা
ইহা যে সকলের কর্মের সাজা,
কষ্ট ছাড়া হয়না পরিপূর্ণ জীবন গঠন
ইহার তাগিদে হয় সকল দুঃখ মোচন ।
কষ্ট না করিলে মিলে না যে কৃষ্ট
হয় যে তাতে নতুন কিছু সৃষ্ট ।
সব কিছু যে তোমার হাতে
কিভাবে মূল্যায়ন করবে তাতে ?
বুঝে শুনে দিও কষ্টের আগুনে ঝাঁপ
কষ্ট হবে আশীর্বাদ
না হবে অভিশাপ !!!!