চল যাই এই জ্যোৎস্না ভরা রাতে
গ্রামের ঐ মেঠো পথে
তুমি আর আমি
আর কেউ নয় ।
চারপাশে নির্জন নিরবতা
তার মাঝে ঝি ঝি পোকার ছন্দে
জোনাক জ্বলে তার আনন্দে
তুমি আর আমি আর কেউ নয় ।
তুমি যাবে আমার সনে
গ্রামের ঐ পথ ধরে, চন্দ্রস্নানে ?
আকাশ পানে তারার মাঝে একটাই চাঁদ
ছড়ায় আলো সমগ্র পৃথিবী জুড়ে
সাজে সবাই নতুন মায়ায়
ভাসে সবাই কল্পনায় ।
যাবে তুমি আমার সনে
ঐ মেঠো পথে নিঝুম রাতে ,চন্দ্রস্নানে ?
তুমি আর আমি আর কেউ নয় ।
হাতে হাত রেখে চলব পথ
চাঁদের আলোর দেখানো পথে
বলব কথা দুজনে
ভাসবো ভাবের ভুবনে ।
ভালবাসার কথায় আর
ভালবাসার চন্দ্রস্নানে
তুমি আর আমি আর কেউ নয় ,
যাবে তুমি আমার সনে, চন্দ্রস্নানে ?