তোমার আমার শেষ দেখা আজ শেষ প্রহরে এই,
আজ যা বলার বলতে পারো, কালকে আমি নেই।
আজ যা চাওয়ার চাইতে পারো, বৃষ্টি নাহয় রোদ,
শত্রু যদি না থাকে আর, কীসের প্রতিশোধ?
.
আজকে তোমার আকাশ যেন স্তব্ধ হয়ে থাকে,
তোমার হৃদয় বাঁধন যেন না খোলে তার ডাকে।
তোমার আমার গল্পটুকু আজ এখানেই শেষ,
কাল সকালে আর খুঁজোনা আজকে রাতের রেশ!
.
কাল সকালে তোমার জীবন নতুন করে এঁকো,
তোমার মনের বন্ধ দুয়ার আবার খুলে রেখো!
ভয় কী? আমি আসবো না তো মুঠোয় নিয়ে ভোর,
একটুখানি আদর নিতে করবে না কেউ জোর।
.
তোমার আমার শেষ কথা আজ শেষ প্রহরে এই,
ভাঙার ছিলো যা কিছু, আর কালকে থেকে নেই!
তোমার হাতের ছুরির নিচে আমার পাতা বুক,
কাল সকালের মৃত্যু থেকে সরিয়ে নিও মুখ!