কখনো কি ভেবে দেখেছো যখন থেমে যাবে সব ঘড়ি,
উড়তে উড়তে মধ্য আকাশে থেমে যাবে চেনা ঘুড়ি,
তখন তোমার জীবন তোমায় দেবেনা আভাস কোনো,
কোন বিশ্বাসে কিভাবে তাহলে দূরের স্বপ্ন বোনো?
নিশ্চয়তার বেসাতি সাজিয়ে বসে আছে আজ যারা,
কাল যদি সব শেষ হয়ে যায় কি দেবে জবাব তারা?
আসলে তো এই অলীক পৃথিবী আজ আছে কাল নেই,
পৃথিবীর বুকে ‘আজ’ আছে শুধু, ‘কাল’ বলে কিছু নেই!
হ্যাঁ, আমি খবর রেখেছি তাদের যারা নির্বাক হেসে ,
সুখের কি বীজ বুনতে বুনতে দুঃখ বেড়ায় চষে।
হ্যাঁ আমি শুনেছি জীবন-মন্ত্র “যোগ্যতমের জয়”,
দেখেছি মনের গহীনে কেমন জমে আছে কত ভয়!
আজকে যা আছে ভাললাগা, কাল ঘৃণা হতে কত দেরি?
তবুও এখানে রঙিন মোড়কে বিশ্বাস হয় ফেরি!
তবুও আমরা আশ্রয় খুঁজি, আবেগের পিছু নেই,
আসলে এখানে তোমার-আমার প্রেম বলে কিছু নেই!
আমরা দেখেছি ভবিষ্যতের কিছু সুখ কিছু হাসি,
আমরা বলেছি একে অন্যকে কতখানি ভালোবাসি।
সুখ-হাসি হোক, দুঃখ কান্না বারবার ঘুরে ঘুরে,
এই ভালোবাসা বাষ্পের মত শেষ দিন যাবে উড়ে!
হতাশাবাদীর সাথে নই আমি, যদিবা কখনো ভুলে,
শেষ হতে গিয়ে, বেশ ভালো হয়, শেষ থেকে শুরু হলে!
কিন্তু যাদের ধারনা অটুট, শেষ বলে কিছু নেই,
জেনে রাখো তবে, অতীত দিনের রেশ বলে কিছু নেই!