হঠাৎ করে টিকটিক স্পন্দন ঘড়ি, থেমে যাবে যবে
কেমন ছিলাম আমি, ভেবে ভেবে কি-বা লাভ হবে?
অতীত তো অতীত-ই, বর্তমান তো নয় কখনোই!
সফল তো তখন হবে, আসবে উজ্জ্বল দিন যখনই
আমি এখন প্রমিত গন্তব্যে, আমারি কাজের লাগি
মিছে ভেবে, গীবত করে - কেন হতে চাও বিবাগী?
আমার হিসেব আমার কাছে, দায়ী হবে না কেউ!
অহেতুক সমালোচনায়, কেন জাগাও পাপের ঢেউ?
আমি সরল পথের পথিক, নাকি ছিলাম বিপথগামী!
হিসেব কষে, সময় ক্ষেপনে - নষ্ট করোনা তব আগামী
রবের কাছেই লিখা, চুল-ছেঁড়া নিজ কর্ম-প্রতিফলন
বিদায়ের ক্লেষ্টক্ষন স্মরে, জাগাও ঘুমের অচলায়তন
আকাশে অগুনিত তারার মাঝে, খসে পড়েনা তো সব!
হারিয়ে যাওয়া তারা না খুঁজে, খোঁজো আলোর উৎসব
নিজ সুযোগ ক্ষান্ত হয়েছে, তোমার তো নয় এখনো!
মিছে কেন ঢেউ তোলো ঈমান ঘরে, কখনো-সখনো!
ভালোবেসে অশ্রুজলে, ভাসাবে যবে, নিজ চিবুক-ঘের
ফিরে ফিরে আসবে ও প্রেম, অচলায়তন ভেঙ্গে ফের
জমা রাখো যত বিরহগাঁথা, শুধু এক মালিকের তরে!
বিশ্বাস রেখো - ফিরবে না খালি হাতে, তব বাস পরে
ভালোতো ঠিকই আছো - এ লোকালয়, জন-সমাগমে
আমার হিসাব থাক না আমারি, কষতে যেওনা ভ্রমে!
দিয়েছেন অগনন আশিষ তোমায়, কিছু চাওয়ার আগে
হেলায় হারিয়ো না সুপথ রবের, এ বহমান ক্ষন ভাগে
_________________________________________
রচনাকালঃ ২৯.০৭.২০১৪ ঈসায়ী
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]