জাহেলীয়াত উদ্ভাসিত, কর্মযজ্ঞ জাতির ঘাড়ে চেপে
হুশ হারিয়ে! করছিনা কোনই কাজ যথার্থতা মেপে!
ভেবেও করিনা, করেও ভাবিনা, ভাবি আমিই ঠিক!
আমারি দোষে, আমারি পিছনে, দিক না যতই ধিক!
আমারি কথায়, আমারি কাজে কষ্ট পায় প্রিয় ভাই
বোধ হারিয়ে বলে বসি, নাহ! তবে কোন ছাড় নাই
কি হে বাপু! কোথা থেকে এসেছো, কি নাম-ধাম?
জানিস! আমি কত্ত জানি! এবার ব্যাটা তুই থাম!
দু’কলম শিখে, করতে চাস আমারি সাথে বাহাদুরি?
জানিস! ফুঁ-তেই উড়িয়ে দিয়েছিলাম কত জারিঝুরি!
কোন মাযহাবের অনুসারী তুই? কোন ফেরকার লোক?
কার শায়েখের মান বড় বেশী, আজই প্রমাণ হোক!
যেখায় এক মায়ের গর্ভজাত দু’ভাই হয়না কভু এক!
তথাপিও কামনা করি, সবাই হবে আমারি মত নেক!
সবাইকেই বোকা ভাবি, ভাবিনা আমি যে কত অজ্ঞ!
আমিই বড় জ্ঞানপাপী; জানিনা আমি, জানে পুরা যজ্ঞ!
ওমুক ভুলে আছে! তমুকের ঈমান-আমল ঠিক নাই!
আহা! যেন আমার হাতেই সব ঠিকাদারির ভার পাই!
কাঁথা গায়ে ঘরে বসে, আমি সাজি তাগড়া কোন বাঘ!
সত্যিকার ডাক আসলে বলি, ধুর! ওসব চুলোয় যাক!
ক্বুর’আন শিখি, হাদিস শিখি, শিখি দাওয়াতি পয়গাম
শিখিনা শুধু বাচন-আদব; আবেগের ঘরে দিতে লাগাম
আমি ও আমিত্বের চোরাবালি শৃঙ্খলে বন্দী হবো যদবদি
বন্ধ রবে প্রজ্ঞার সে দ্বার আর অন্তঃদৃষ্টি; শেষতক অবধি
_______________________________________
রচনাকালঃ ০৭.০৮.২০১৪ ঈশায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]