হামাগুড়ি দিতে গিয়ে প্রথম পড়ার শুরু
কতবার কতভাবে পড়েছি, আর কত যে উঠেছি
তার কোন ইয়ত্তা নেই! রাখিওনি খবর কখনো!
মায়ের হাত ধরে দাঁড়াতে গিয়ে প্রথম পড়া-
আনন্দ রেখা কেটেছিল সবার চোখে-মুখে
সে রেশ ছিল বহু বছর ধরে, সযতনে
এরপর, বেলা বাড়ার সাথে সাথে পড়েছি কত-
স্কুলের মাঠে, পুকুর ঘাটে, খালে, বিলে,
জলার ধারে, এমনকি বংশি সাঁকোর নিচে
আম-জাম-তেতুল-গাব পাড়তে গিয়ে-
গাছের ডাল ভেঙ্গে ধুপ করে মাটিতে পড়া,
যদিও হাত-পা সহি-সালামতেই ছিল
হৈ হৈ রবে রঙিন ঘুড়ি উড়াতে গিয়ে-
ছোট্ট তালগাছের ধারালো করাতে পড়ে,
ডান পায়ের রগ পর্যন্ত কেটে গিয়েছিল
আনন্দচিত্তে কলার ভেলা বানাতে গিয়ে-
বন্ধুর হাত থেকে ভারী ও চকচকে দা পড়ে,
ডান পায়ের বৃদ্ধাংগুল নখসহ দ্বিখন্ডিত হয়েছিল
মায়ের নিষেধ অমান্য করে, ডাব কাটতে গিয়ে-
দা এর নিচে পড়ে তর্জনীর ডগা বিসর্জন দিয়েছি
মান্দার বেড়ায় পড়ে ১ মাস শয্যাশায়ী থেকেছি
ছোট্ট বয়সে সাইকেল শিখতে গিয়ে পড়েছি
অন্যের চালানো সাইকেলের নিচে পড়েছি,
কপালে আজ ও দাগ রয়ে গেছে স্মৃতি হিসেবে
ছোট খালার সাথে লুকোচুরি খেলতে গিয়ে-
ঘরের পাটাতনের উপরে পড়ে মাথা ফাটিয়েছি
মাথার পিছন দিকে যা এখনো সাক্ষী দেয়
ছাত্র জীবনে পড়েছি, বহুবার বহুভাবে পড়েছি
পড়াশুনার পাঠ চুকে চাকুরী খুঁজতে গিয়ে পড়েছি
এমনকি চাকুরী করতে গিয়েও নগ্নভাবে পড়েছি
জীবন মানেই তো পড়া আর ঊঠার গল্প
সবাই পড়ে, তবে একেক জন একেকভাবে
একেক সময়ে, ভব মাঝে বেঁচে থাকার তাগিদে
এখনো পড়া থেমে নেই, অবিরত পড়ে যাচ্ছি
তবে হাল ছাড়িনি কখনো, আর ছাড়বোও না
যতবার পড়েছি, ততবার দ্বিগুন তেজে উঠেছি
আর পূর্নোদ্দমে উঠবো বারংবার এবং এগিয়ে যাবো
যদি পরম দয়াময় সহায় থাকেন এ অধমের সাথে
জানি- তিঁনি সদা ছিলেন, আছেন এবং থাকবেন
তবে কিসের এত ভয়? কিসের এত শংকা?
তিঁনি কি আমার জন্য সর্বাবস্থায়ই যথেষ্ট নন?
নাকি এখনো ঈমানের ঘর টলোমলো হয়ে?
প্রার্থনা করি- ওগো দয়াময়! বাড়াও তব দয়ার ডালা
নাশ করো জাহেরি যত অশনিসংকেত, এই অধমের
গুনাহখাতার শেষ লাইন পর্যন্ত মুছে দিয়ে, প্রিয়তে নাও
সাহায্য আসবেই! আসতেই হবে! বারংবার!
যদি ঈমানে তেজ থাকে! ভরসার অগ্নিস্ফুলিঙ্গ থাকে!
তবে কিসে রুখবে আমায়? আছে সাহস কার?
বিশ্বাসহীন হয়ে বারবার মরার চেয়ে-
বিশ্বাসী হয়ে একবার, শুধু একবার মরা যায়না?
তাঁর উপরে সব ভার ছেড়ে দিয়ে, তাঁর জন্যই
__________________________________________
রচনাকালঃ ১০.০৭.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]